রাজশাহীর কথা। এ বইটিতে রয়েছে রাজশাহীর উপর বিভিন্ন তথ্য। বর্তমানে তথ্য প্রযুক্তিনিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। রাজশাহীর সকল ধরনের তথ্য নিয়ে এই বইটি মূলত প্রকাশ করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে বর্তমান বাংলাদেশের ভৌগোলিক সীমানায় রাজশাহী মহানগরীতেই ইংরেজি বা আধুনিক পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হয়েছিল। বিভিন্ন সূত্র থেকে গবেষকগণ নির্ধারণ করেছেন তৎকালীন বোয়ালিয়ায় ১৮২৮ সালে বেসরকারিভাবে স্থাপিত ‘ইংলিশ স্কুল’ ছিল বাংলাদেশের আধুনিক শিক্ষার উৎস মুখ। স্কুলটি ১৮৩৬ সালে সরকারি ব্যবস্থাধীনে গিয়ে বোয়ালিয়া স্কুল নাম ধারণ করে। নামের আরো পরিবর্তন এসে বর্তমানে ‘রাজশাহী কলেজিয়েট স্কুল নামে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি এ স্কুলের ছাত্র। ১৯৯৫ সালে এসএসসি পাস করার পর কয়েকজন বন্ধু মিলে শুরু করি রাজশাহীর উপর তথ্য সংগ্রহের কাজ। বাই-সাইকেল চালিয়ে পুঠিয়া, নাটোর, মান্দা, গোদাগাড়ীসহ বিভিন্ন জায়গায় গেছি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে। আমার বন্ধু মোঃ হুমায়ূন কবীর, জিয়াউদ্দীন আহমেদ সুমন, মোঃ টিপু সুলতান, মোঃ মুঞ্জুরুল আলমসহ কয়েক তরুণের এ অভিযানে ১৯৯৬ সালের অক্টোবর মাসে প্রথম প্রকাশিত হয় ‘রাজশাহী গাইড’ নামের একটি ছোট্ট তথ্য ভিত্তিক গ্রন্থ। প্রায় এক যুগ পর বইটির আরেকটি সংস্করণ প্রকাশের উদ্যোগ নিয়েছিলাম। এমন সময় পরিচয় হয় আনারুল আনা’র সাথে। পরবর্তীতে তাঁর রচিত রাজশাহী মহানগরীর কথা’র পাÐুলিপি দেখে আমি বইটি প্রকাশের ইচ্ছা প্রকাশ করি। বইটির জন্য আরো তথ্য সংগ্রহ ও গবেষণার জন্য তাগিদ দিয়েছিলাম। সুদীর্ঘ প্রায় একযুগ ধরে লেখক অনুসন্ধানের গভীরে গিয়ে তথ্যের সত্যতা যাচায়ের চেষ্টা করেছেন। এ জন্য ‘রাজশাহীর কথা’কে পূর্বের প্রকাশিত গ্রন্থসমূহের তথ্য বিভ্রান্তি নিরসনের সহায়ক গ্রন্থ বলা যেতে পারে।
‘রাজশাহী’ বাংলাদেশের একটি বিভাগের নাম, একটি জেলার নাম, একটি শহরের নাম। রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী, রেশম নগরী, বরেন্দ্র অঞ্চলের প্রাণকেন্দ্র। বিশে^ বিভিন্ন জরিপে উঠে এসেছে রাজশাহী শান্তির শহর। পরিবেশ দুষণ কমানোর তালিকাতেও শীর্ষে রয়েছে রাজশাহীর নাম। আর এ রাজশাহীকে ঘিরেই আমাদের যত প্রচেষ্টা। ‘রাজশাহীর কথা’ বইটি রাজশাহীর উপর একটি তথ্য বহুল গ্রন্থ। এ বইটি প্রকাশ করতে পেরে আমারা গর্ববোধ করছি। এ তথ্য বিশ^ব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য আমরা অনলাইন ভার্সন এর উদ্যোগ গ্রহণ করেছি।
এ বইটির অনলাইন ভার্সন পাওয়া যাবে িি.িবিনৎধলংযধযর.পড়স ওয়েব সাইটে। ওয়েব রাজশাহী মূলত রাজশাহীর বিভিন্ন সেবা প্রদান করার জন্য তৈরি করা হয়েছে। এ বইয়ের কোন অংশে ভুল পরিলক্ষিত হলে এ ওয়েব সাইটের মাধ্যমে প্রমাণসহ আমাদেরকে জানাতে পারবেন। আমরা পরবর্তীতে সংস্করণে তা সঠিক করার ব্যবস্থা নিব।
এ বই প্রকাশের দায়িত্ব এখন ডেস্কটপ আইটির। ‘ডেস্কটপ আইটি’ ১৯৯৫ সাল থেকে রাজশাহীসহ বিশ্বের অনেক দেশে তথ্য প্রযুক্তি নিয়ে সেবা প্রদান করে আসছে। প্রথমে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কাজ করলেও ২০০০ সন থেকে একে একে যোগ হতে থাকে আইটির সকল শাখা যেমন- সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বর্ডব্যান্ড ইন্টারনেট সার্ভিস, কম্পিউটার নেটওয়াকিং, কম্পিউটারসহ সিসি টিভি, পিএবিএক্স, সাউন্ড সিস্টেম, এ্যাকসেস কন্ট্রোল ইত্যাদি সেলস্ এন্ড সার্ভিসিং, ডিজিটাল আর্কাইভস, প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সকল ধরনের গবেষণা, কনসালটেন্সি ও সেবা প্রদান করে আসছে ‘ডেস্কটপ আইটি’।
যখন আমরা তথ্য সংগ্রহে গেছি প্রায় প্রত্যেক জায়গাতে আমরা হতাশ হয়েছি তথ্য সংগ্রহের ধরণ দেখে, আরর্কাইভস এর অভাব দেখে। আরর্কাইভস হলো বিজ্ঞানিক উপায়ে নথিপত্র সংরক্ষণ করা বা নথিপত্র সংরক্ষণ করার ঘর। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি পূর্বেই নথিপত্র দলিল দস্তাবেজ বা অন্যান্য অতীত উপাদান আর্কাইভসে সংরক্ষণ করা হতো তাহলে খুব সহজেই তথ্য পাওয়া সম্ভব হতো। তথ্য নিয়ে এতো তথ্য বিভ্রাট সৃষ্টি হতো না। তাই সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের অনুরোধ এখন থেকেই যার যার প্রতিষ্ঠানের পক্ষে একটি করে আর্কাইভস গড়ে তুলি। যার কাছে যা তথ্য বা ডকুমেন্ট আছে তা সংরক্ষণ করি। বা জাতীয় আর্কাইভসে জমা দিই। এখন অনেক প্রতিষ্ঠানেই নিজ নিজ আর্কাইভস প্রতিষ্ঠা করা প্রচলন শুরু হয়েছে। আমরা আর্কাইভস নিয়ে কাজ করছি বিগত ১১ বছর পূর্বে জনাব মো: লূৎফুল হক এর অনুপ্রেরণায়। আর্কাইভস নিয়ে কাজ করার সময় পরিচয় হয় নেদ্যারল্যান্ডের দুই জন আরকিভিষ্ট এর সাথে ফ্লোরাস ঘিয়ার্ডস্ ও সিগফ্রিড ইংজিং এর সাথে। তাদের সাথে থেকে কাজ করে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমি যে কয়েটি আর্কাইভস গড়ে তুলেছি তার মধ্যে অন্যতম বাংলাদেশ পুলিশ একাডেমী আর্কাইভস।
সে উদ্দেশ্যে থেকেই ডেস্কটপ আইটি রাজশাহীর কথা প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। বহুমুখী তথ্যের সন্নিবেশ থাকার কারণে ‘রাজশাহীর কথা’ শুধু ইতিহাসের আকর নয়; শিক্ষা, গবেষণা, ইতিহাস সংরক্ষণসহ সকল ক্ষেত্রে থাকতে পারে এর অবাধ বিচরণ। আশা করছি জাতীয় ও বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে রাজশাহীর সমৃদ্ধ ইতিহাস উপস্থাপনে ‘রাজশাহীর কথা’ অতীত হতে বর্তমানের স্বরূপ অনুসন্ধানে আগ্রহী পাঠকের সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহী করে তুলবে। সাধারণ পাঠক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের গবেষক ও শিক্ষার্থীদের কাছে এ গ্রন্থটি একটি উল্লেখযোগ্য সংগ্রহ হিসেবে বিবেচিত হবে।