ফিরে যেতে চান

লেখক পরিচিতি

মূলনাম মো. আনারুলহক। লেখকনাম আনারুলহকআনা। মা মোসা. আলেমাখাতুন। আব্বা মো, সেরাজুল হক। জন্ম দিনজানা নেই। তবে এসএসসি সনদ অনুসারে ১৫ অক্টোবর ১৯৭০ রাজশাহী কোর্টের পশ্চিমে বশড়ি গ্রামে। জন্মভিটার পশ্চিমের গ্রামে হাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৭৫ সালে প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে একাডেমিক জীবন শুরু। ১৯৮৬ সালে রাজশাহী কোর্ট একাডেমী থেকে এসএসসি পাসের পর কিছুকাল নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহীতে অধ্যয়ন ও ১৯৯০ সালে কাঁকনহাট মহাবিদ্যালয়, রাজশাহী থেকে এইচএসসি পাস। ১৯৯০-১৯৯১ সেসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস। প্রথম প্রকাশিত গল্প ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল বার্ষিকীতে  'ওরা বেঁচে আছে'। প্রথম গ্রন্থ ১৯৯৭ সালে বাংলা বাজার ঢাকার মুন্নী প্রকাশনের অঙ্গ প্রতিষ্ঠান নবীন প্রকাশনা কেন্দ্র প্রকাশিত উপন্যাস 'অনুভূতি'। একই প্রকাশনা প্রতিষ্ঠান ১৯৯৯ সালের একুশে বই মেলায় নিয়ে আসে উপন্যাস  'এত দিন খুঁজেছি যারে'। গবেষণামূলক কাজ শুরু 'রাজশাহী মহানগরীর কথা' শিরোনামে রাজশাহী মহানগরীর পূর্ণাঙ্গ ইতিহাস রচনা প্রচেষ্টার মাধ্যমে। রাজশাহী মহানগরীর কথা ২০০৪ সালে রাজশাহী থেকে প্রকাশের পর ২০০৭ সালে আলীগড় লাইব্রেরি (রাজশাহী-ঢাকা) দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে। ২০১৬ সালে জাতীয় সাহিত্য প্রকাশ (ঢাকা) প্রকাশ করে গবেষণা মূলক গ্রন্থ  'বাংলাদেশের হরিজন ও দলিত জনগোষ্ঠী'।